মুসাফির নজরুল: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে মাগুরার বরিশাট গ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রাথি আলহাজ্ব অ্যাড. সাইফুজ্জামান শিখর এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমাণ্ডার মোল্যা নবুয়ত আলির সভাপতিত্বে বরিশাট মোল্যাপাড়ায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বক্তব্য রাখেন আওয়ামীলীগ প্রার্থি অ্যাড. সাইফুজ্জামান শিখর। তিনি বলেন, উন্নয়ন আর আওয়ামীলীগ একই সূত্রে গাঁথা। বিগত সময়ে জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। একই ধারাবাহিকতায় মাগুরা জেলাতেও উন্নয়ন হয়েছে।
উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে আগামি নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য আহবান জানান প্রধান অতিথি।
মুক্তিযোদ্ধা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমানসহ আরো অনেকে।