তাছিন জামান : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যেগে রবিবার সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলা প্রসাশনের কর্মকর্তাদের নিয়ে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা পলি প্রমুখ।