আজ, সোমবার | ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৪৬


শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিদিন : মাগুরার শ্রীপুরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৫ শত ৯৫ জন কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় ২০২৪-২৫ অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়।

শ্রীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে এ সার বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও স্যার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা ভেটেনারি কর্মকর্তা সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৪ হাজার ৫৯৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। যার মধ্যে গম ১৮৮০ জন , ভুট্টা ৭৫ জন, শীতকালীন পিয়াজ ৪৩০ জন,সরিষা ১৬০০ জন, মসুর ডাল ৩৮০ জন, খেসারি ডাল ১৮০ জন ও মুগ ১৮০ জন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology