মাগুরা প্রতিদিন: মাগুরার শ্রীপুরে গরীব-অসহায়, প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মশিয়ার রহমান,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।