আজ, সোমবার | ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৫০


শ্রীপুরে গলা কেটে যুবককে খুন

মাগুরা প্রতিদিন : মাগুরায় শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের খালপাড় থেকে আবদুল মান্নান মোল্যা (৩৬) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

বৃহস্পতিবার সকালে এলাকাবাসী টুপিপাড়া খালপাড়ে মান্নান মোল্যার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে তারা লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় লাশের পাশ থেকে তার ব্যবহৃত মটর সাইকেলটি উদ্ধার করে পুলিশ।

নিহত মান্নান মটর সাইকেলে করে ভাড়ায় যাত্রি পরিবহনের কাজ করতো। গতরাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বলেন, যুবকের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহৃ পাওয়া গেছে। পূর্বশত্রæতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology