মাগুরা প্রতিদিন ডটকম : চুরি হয়ে যাওয়া গরু উদ্ধার করতে গিয়ে সড়ক দূর্ঘটনায় দিলিপ মণ্ডল নামে এক যুবক নিহত এবং আহত হয়েছে আরো দুই জন। নিহত দিলিপ শ্রীপুর উপজেলার মালদা গ্রামের দুলাল মণ্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে মালদা গ্রামের রূপ কুমার মণ্ডলের গোয়াল থেকে একটি মূল্যবান গরু চুরি হয়ে যায়। শ্রীপুরের নাকোল এলাকায় সেই গরুর সন্ধ্যান পেয়ে রূপ কুমার মণ্ডলের প্রতিবেশি দিলিপ, গৌতম এবং জীবন একটি মটর সাইকেল নিয়ে রবিবার রাতে খোঁজ নিতে বাড়ি থেকে বের হয়। পথে রাত ১০ টার দিকে তারা ওয়াপদা অফিস এলাকায় পৌঁছে মটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে মটর সাইকেলটির আঘাত লাগলে তারা প্রত্যেকেই আহত হন। ঘটনার পর রাতেই তাদেরকে শ্রীপুরের দ্বারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দিলিপ মণ্ডল (৩৫) মারা যান।
আহত গৌতম এবং জীবন বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিত্সকরা জানিয়েছেন।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।