মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা সদরে শোকর্যালি, কালো ব্যাজ ধারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোকাহত আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে শ্রীপুর সরকারি কলেজ চত্ত্বর থেকে শোকর্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরো মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম, জয়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন শেখ, প্রচার সম্পাদক পলাশ শেখ এবং স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্লা।