মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র কৃষকের ক্ষেতের ধান কেটে দিচ্ছে উপজেলা আওয়ামী কৃষকলীগ নেতা-কর্মীরা। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর কলেজ পাড়া মাঠে থাকা দরিদ্র কৃষকদের ধান কাটা হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেনের নেতৃত্বে একটি দল বিনা পারিশ্রমিকে রবিউল আলম খাঁন নামে এক দরিদ্র কৃষকের ৩৩ শতক জমির ধান কেটে দেন।
ধান কাটায় অংশ নেন উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃকায়কোবাদ বিশ্বাস কবির, প্রচার সম্পাদক আল আমিন বিশ্বাস, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান, কাদিরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি পল্লব রাহুত এবং সাধারণ সম্পাদক এনামুল হক সহ অন্যান্যরা।
দরিদ্র কৃষক রবিউল আলম খাঁন জানান, কয়েকদিন আগেই ক্ষেতের ধান পেকে গেছে। কিন্তু করোনাভাইরাসের কারণে শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবার পাওয়া গেলেও মজুরি অনেক। এ অবস্থায় কৃষকলীগ নেতৃবৃন্দ বিষয়টি জানতে আমার পাশে দাঁড়িয়েছে। এতে বড় উপকার হয়েছে আমার।
অন্যদিকে দরিদ্র কৃষকদের পাশে দাঁড়াতে পেরে নিজেরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকলীগ নেতৃবৃন্দ।
এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন শ্রীপুর উপজেলা কৃষকলীগ সভাপতি খবির হোসেন।