মাগুরা প্রতিদিন ডটকম : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ কারণেই দেশের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপদে। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাড়িয়েছে মাগুরার শ্রীপুরের তারাউজিয়াল (মুন্সী পাড়া) গ্রামের সামাজিক সংগঠন দেলোয়ারা বেগম ফাউন্ডেশন।
বৃহস্পতিবার এ ফাউন্ডেশনের উদ্যেগে মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় তাদেরকে চাল, ডাল, তেল, আলু, ছোলা, লবণ ও সাবান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো:ইয়াছিন কবীরের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন,জাতীয় তরুণ সংঘ উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুজ্জামান খসরু,বীর মুক্তিযোদ্ধা আকিদুজ্জামান,সব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন, দেলোয়ারা বেগম ফাউন্ডেশনের সহকারি পরিচালক শাহ নেওয়াজ এবং সাংবাদিক তাছিন জামানসহ অনেকেই।