মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার কুমার নদে বৃহস্পতিবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।
শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মত্স্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মত্স্য অফিসার এসএম আশিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত।
চলতি বছরে দু’দফায় কুমার নদসহ উপজেলার ৪টি জলাশয়ে প্রায় ১ হাজার ১০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা গেছে।