আজ, শুক্রবার | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ১:২৫

ব্রেকিং নিউজ :
মাগুরার সাবেক এমপি সাকিব ও তার স্ত্রীর সকল ব্যাংক হিসাব জব্দ মাগুরায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনের দাবি বজরুক শ্রীকুন্ডি গ্রামে বাড়ির সামনে বিয়ের গেট বানানো নিয়ে সংঘর্ষ ছাত্রনেতা ফরহাদ হত্যা মামলায় শ্রীকোল চেয়ারম্যান সহ ৭ জন জেল হাজতে ছাত্রনেতা ফরহাদ হত্যা মামলায় শ্রীকোল চেয়ারম্যান সহ ৭ জন জেল হাজতে সমাজসেবক হাসান রকিব আজাদের ইন্তেকাল মাগুরায় কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ মাগুরায় ২৫ নারীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ  শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে_মোবারক হুসাইন শ্রীপুরে অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

শ্রীপুরে রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুল কুদ্দুসের দাফন সম্পন্ন

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা বিশ্বাস আবদুল কুদ্দুসের মরদেহ রাষ্ট্রিয় মর্যাদায় সোমবার দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

শ্রীপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বাস আব্দুল কুদ্দুস সোমবার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিকাল ৫ টায় তার কর্মস্থল শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে রাষ্ট্রিয় মর্যাদায় গার্ড অব অনার শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামীমুল ইসলাম উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার ও প্রথম জানাযা শেষে তার নিজ গ্রামের বাড়ি চরগোয়ালপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা বিশ্বাস আবদুল কুদ্দুসের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology