মাগুরা প্র্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের দরিদ্র রোজাদার মানুষের ঘরে ঘরে ইফতার ও মাস্ক বিতরণ করেছে দেলোয়ারা বেগম ফাউন্ডেশন।
সোমবার বিকেলে সংগঠনের সদস্যরা তারাউজিয়াল মুন্সিপাড়া এলাকার দুইশতটি রোজাদারের বাড়িতে এ ইফতার পৌঁছে দেয়া হয়। এ ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জালাল উদ্দিন, পল্লী চিকিৎসক শাহিদুজ্জামান খসরু, সমাজ-সেবক শাহ নেওয়াজ, সাংবাদিক তাছিন জামান প্রমুখ।
ইতিপূর্বে সংগঠনটি করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান ছাড়াও নানাভাবে সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। অনুরূপ কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে ফাউণ্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।