মাগুরা প্রতিদিন ডটকম ডেস্ক: মাগুরার শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার লিগ্যাল এইড বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীকোল ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।
শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোতাসিম বিল্লাহ সংগ্রামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মাদ রেজোয়ান, চীফ জুডশিয়াল ম্যাজিস্ট্রেট সানন্দ বাগচী, সহকারী জজ অনুশ্রী রায়, রোমানা রোজী, মাগুরা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাজমা পারভীন, মাগুরা বারের সভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ, সহকারী এ্যাটর্নি জেলা জেনারেল এ সিরাজুল ইসলাম, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, পিপি অ্যাডভোকেট কামাল হোসেনসহ আরো অনেকে।
সভায় বক্তারা লিগ্যাল এইড সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য ইউনিয়নের নির্বাচিত সদস্য, ইমাম, পুরোহিত, শিক্ষক ও নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রতি আহবান জানান।