মাগুরা প্রতিদিন : মাগুরার বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীপুর সরকারী এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম. তোরাব আলী’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্বরণিকা উন্মোচন করা হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে তাঁরই স্নেহধন্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহীবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মোছাঃ কামরুল লায়লা জলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।
শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কে এম রোকন-উজ-জামান সুইটের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন মরহুমের ভাই এ,এস,এম সাইফুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, জি, কে আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদার, উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সাবেক সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক মোল্যা মতিয়ার রহমান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেক।