আজ, বুধবার | ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৯


শ্রীপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের করণীয় শীর্ষক মতবিনিময়

মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার শ্রীপুর কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষ নির্মল কুমার সাহার সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক শেখ হারুনর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের সহকারি পরিচালক (কলেজ) মোঃ ইনামুল ইসলাম, মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জিত কুমার মজুমদার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ মর্তজা আহসান।

অনূষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক অপূর্ব মিত্র, আইসিটি বিভাগের মসিউর রহমান ও বাংলা বিভাগের ইলিয়াস হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালনের পাশাপাশি পাঠদানে শিক্ষার্থীদের মনোযোগী, শিক্ষার্থীদের ক্লাসমুখী, পাঠের শিক্ষার সাথে সাথে নৈতিকতা শিক্ষার অনুশীলনসহ শিক্ষকদের ক্লাসে যাওয়ার পূর্বে পাঠটি ভাল করে পড়ে ক্লাসে যাওয়া, সময়মত শিক্ষা, প্রতিষ্ঠানে আগমণ ও প্রস্থান, সরকারিভাবে যথেষ্ট সুযোগ-সুবিধা থাকায় শিক্ষকদের বাড়িতে বা অন্য কোথাও শিক্ষা বাণিজ্য না করে ক্লাসে শিক্ষার্থীদের পাঠদান করানোর বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ ।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology