মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুরে সবুজ আন্দোলন নামে একটি সংগঠনের পক্ষ থেকে স্থানীয় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে সংগঠনের সমন্বয় কারী জাহিদুল ইসলাম জুয়েলের নেতৃত্বে শ্রীপুর উপজেলার টুপিপাড়া, বরিশাট, শ্রীকোল, চরগোয়ালপাড়া, বাড়ইপাড়া, কালিনগর, খামারপাড়াসহ বিভিন্ন গ্রামে এসব পরিবারের মাঝে চাল, ডাল, লবন, সাবান, আলু বিতরণ করা হয়।
খাদ্য সহায়তার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন উপকরণ বিতরণ ও ব্যবহারবিধি সম্পর্কে পরামর্শ দেয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আশিকুর রহমান, ফারুক হোসেন, সালমান হোসেন, আশিকুর রহমান, সাজ্জাদুর রহমান, শাবাব হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।