আজ, সোমবার | ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ১:০৬


শ্রীপুরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

মুসাফির নজরুল: মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার থেকে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় শ্রীপুর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। সকাল সোয়া ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একযোগে দেশের সকল জেলা উপজেলায় মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব এমপি, উপজেলা নিবার্হী কর্মকর্তা দিলারা রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শীতেষ চন্দ্র সরকার, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্কতা ডাঃ রঈসউজ্জামান, শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কৃষি কর্মকর্তা রূপালী খাতুন প্রমুখ। এবারের মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরা হচ্ছে। মেলায় তিন দিনব্যাপি পতুল নাচ, সাপ খেলা, বিচার গান, লাঠি খেলাসহ বিভিন্ন গ্রামীণ ঐতিহ্যের উপর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology