মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরাল উদ্বোধন করা হয়েছে।
দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যূরাল উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ ম্যূরাল উদ্বোধন শেষে জাতির জনকের পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।