নিজস্ব প্রতিবেদক: শ্রীপুরের বিভিন্ন গ্রামে সামাজিক কোন্দল, মাদকের বিস্তার, বিকাশ প্রতারণা, বাল্যবিবাহ, গায়েবী আসামীসহ নানা ধরনের সামাজিক সমস্যা ও রাজনৈতিক বিষয় সমাধানে যথাযথ ব্যবস্থা নেবেন বলেন জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা (পিপিএম)।
সোমবার শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাগুরার শ্রীপুর থানা চত্বরে শ্রীপুর থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম।
শ্রীপুর থানা পুলিশের আয়োজনে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল)মো. নাজিম উদ্দিন আল-আজাদ (পিপিএম), সহকারি কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক, নাকোল ইউপির চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ অন্যান্যরা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন জোয়ারদার, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুলসহ অন্যরা।
‘ওপেন ডে হাউস’ শুরুর আগে মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা (পিপিএম) থানা চত্বরে পুলিশের অভিবাদন মঞ্চ উদ্বোধন করেন। এ সময় শ্রীপুর থানা পুলিশ তাকে অভিবাদন জানান। অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ জাব্বারুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম জানিয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর এটি শ্রীপুরে দ্বিতীয়বারের মতো ‘ওপেন হাউস ডে আয়োজন’।