মাগুরা প্রতিদিন ডটকম : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, শক্তিশালি সংগঠন না থাকলে পুলিশ-প্রশাসন কেউ থাকবে না। তাই সংগঠন শক্তিশালি করার কোন বিকল্প নেই। তিনি শনিবার মাগুরায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
বিকালে মাগুরা জেলা আওয়ামীলীগের কাউন্সিলকে সামনে রেখে আয়োজিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্যে আবদুর রহমান আরো বলেন, জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একই ভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্তও অব্যাহত রয়েছে। এই চক্রান্তকে প্রতিহত করতে আওয়ামীলীগের নেতৃত্ব পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার মাধ্যমেই ভবিষ্যতের রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি হবে।
আওয়ামীলীগ নেতা আবদুর রহমান বলেন, নেতৃত্ব শূণ্যতার কারণেই বিএনপির রাজনৈতিক অবস্থান আজ এমন একটি জায়গাতে এসে দাঁড়িয়েছে যে সংসদে তাদের আসন এখন ৫টি। এ অবস্থায় যোগ্য নেতৃত্বের কতটা সংকট তা হাড়ে হাড়ে টের পাচ্ছে দলটির সারাদেশের কর্মীরা।
প্রধান অতিথি বলেন, সারাদেশে আওয়ামীলীগকে পুনর্গঠনের লক্ষ্যে যে উদ্যোগ নেয়া হয়েছে তার অংশ হিসেবেই মাগুরায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে বর্ধিত সভা। আগামি সেপ্টেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে অনুষ্ঠিত সম্মেলনে মাগুরায় নতুন শক্তিশালি কমিটি গঠন করা হবে। তার আগে জুলাই মাসের মধ্যে জেলার সকল ইউনিট কমিটি গঠন করতে হবে।
মাগুরা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভানেত্রি কামরুল লাইলা জলি সহ আরো অনেকে।