নিজস্ব বার্তা পরিবেশক: মাগুরা ১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর সংসদ ভবনে এখন নিয়মিত নিজের অফিসে বসছেন। কয়েকদনি সংসদে ভবনের নিচতলায় তাঁর নামে বরাদ্দকৃত অফিসটি অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নিজের অফিসটি তিনি সাজিয়েছেনও চমৎকারভাবে। অফিসের দেওয়ালে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং তাঁর পিতা প্রয়াত মো. আছাদুজ্জামানের ছবি। প্রতিদিন সকালে তিনি অফিসে এসে বসেন এবং ওখানেই দর্শণার্থীদের সাথে দেখা করেন, প্রয়োজনীয় কথাবার্তা বলেন। সাইফুজ্জামান শিখর জানিয়েছেন অচিরেই তিনি গণভবনের বাসা ছেড়ে সংসদ সদস্য ভবনে উঠবেন। তাঁর বড় আপা সংসদ সদস্য অবস্থায় ন্যাম ভবনে যে বাসাটি বরাদ্দ পেয়েছিলেন সে বাসাতেই উঠছেন সাইফুজ্জামান শিখর। এদিকে সাইফুজ্জামান শিখর এমপির নতুন অফিসে প্রতিদিনই এলাকা থেকে প্রচুর লোকজন আসছেন সৌজন্য সাক্ষাৎ করতে। গতকাল অ্যাডভোকেট লুৎফুল হাকিম নওরোজের নেতৃত্বে হাজীপুর গ্রামের প্রায় শতাধিক তরুণ তাঁর অফিসেএসে দেখা করেন। . সাইফুজ্জামান শিখর এমপি জানিয়েছেন নিজস্ব অফিস হওয়ার কারণে এলাকার জনসাধারণকে তিনি আরও বেশি সময় দিতে পারবেন।