সত্য অবিচল
………………….
কঠিন, নির্মম,অপ্রিয় কিছু সত্যের ভেতর দিয়ে মানুষকে পথ চলতে হয় অহরহ।কিন্তু অপ্রিয় সত্য কে মানুষ সামনে আনতে পারে কতটুকু?
বেশির ভাগ ক্ষেত্রেই আনতে পারে না, শান্তি আর সম্পর্কের খাতিরে। কত রকম ভাবে আপোষ করলে, শান্তির সন্ধান পাওয়া যায়, আদৌ কি যায়? সমাজের দোহাই দিয়ে কত ভাংচুর, চড়াই উৎরাই মানুষ নিজের মধ্যে ধারণ করে রাখে!
সমাজকে আমরা ভয় পাই,
মানুষকে আমরা ভয় পাই,
কেমন সমাজ, কেমন মানুষকে আমরা ভয় পাচ্ছি
এটা ভেবে দেখা দরকার। যাদেরকে ভয় পেয়ে একটা ভালো কাজ করতে গিয়ে পিছপা হয়ে
আসবে তুমি, তারা কি তাদের নিজের কাজের
জবাবদিহি নিজের কাছে করে, নাকি সেই জ্ঞান
তাদের আছে?
থাকে না বলেই তাদের প্রভাব প্রতাপ সব সময় বেশী থাকে। নিজের কাছে জবাবদিহিটাই জীবনে বেশী জরুরী।
আমরা নিজেকে কি ভয় পাই?
কিন্তু নিজেকে ভয় পাওয়া বেশী জরুরী।
বারবার সত্যকে সামনে নিয়ে নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহস আমাদের কতটুকু আছে?
মানুষের অপারগতার কোন শেষ সীমা নেই, তাই যন্ত্রণারও কোন সীমা নেই।
ন্যায় হেরে যাচ্ছে, অন্যায়ের কাছে,
সত্যি হেরে যাচ্ছে মিথ্যার কাছে, খুবই অবলীলায়।
ব্লেম গেইম চলছে, মিথ্যা ব্লেম অপকর্ম চরিতার্থ করার উত্তম পন্থা। চারিদিকে শুধু ধ্বংসের ডংকা বাজে। ধ্বংসের ভেতরে বোধহয় একটা নেশা আছে।
কিন্তু গড়তে পারা অনেক কঠিন। সেই ইচ্ছে শক্তির বড়ই অভাব চতুর্পাশে। কারণ গড়তে গেলে স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়।
আমরা সেই সমাজ,সেই মানুষকেই ভয় পাই, যারা নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না, যারা চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায়। তাদের ভয়ে নিজের মেরুদন্ডকে নুয়ে চলতে শিখছি কি আমরা?
মেরুদন্ড সোজা করে চলতে পারার আনন্দই আলাদা। শুধু আপোষ করে সব কিছু জয় করা যায় না, নিজের কাছে হেরে যেতে হয় প্রতি মুহূর্তে।
সত্য সুন্দর, সত্য নির্মল, সত্য প্রিয়,
তবুও সত্য কখনও নির্মম কখনও অপ্রিয়।
সব সত্যিকে সব সময় সামনে আনা যায় না,জীবন
সম্পর্কের প্রয়োজনেই পাশ কাটিয়ে যেতে হয়,
আপোষ করে চলতে হয়। আজ যে সত্য ন্যায়ের ধজা উড়িয়ে জ্বলজ্বল করে, কাল তাকেই হতে
হয় ম্রিয়মান। সমাজ, মানুষ, মানুষের মনের জটিলতার মারপ্যাঁচে মিথ্যাকে জায়গা করে
দিয়ে কত কত সত্য পথ ছেড়ে সরে দাঁড়ায়।
তবুও সত্য আলো জ্বালে অন্ধকারে। সত্যকে
আঁকড়ে ধরেই মেলে আত্মার শান্তি।
চারিদিকে দেখি মিথ্যার জয় জয়কার,
সত্যের বুকে এ কি হাহাকার,
মিথ্যা সামনে শুধু পথ রোধ করে,
সত্য নিভৃতে জ্বলে জ্বলজ্বল করে।
মিথ্যা আকাশে ফানুশ ওড়ায়,
সত্য অবিচল নিজের ধরায়।
#অনন্যা হক।