মাগুরা প্রতিদিন ডটকম : সহকারী প্রধান শিক্ষক নয়; সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডের দাবিতে বৃহস্পতিবার মাগুরায় জেলা সদরসহ সকল উপজেলায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা মানববন্ধন করেছে।
বিকাল ৩ টায় মাগুরা শহরের পিটিআই বিদ্যালয়ের সামনে মহাসড়কে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় থেকে কর্মরত সহকারী শিক্ষকরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্য দূরীকরণ এবং উত্থাপিত দাবি বাস্তবায়নের স্বপক্ষে বক্তব্য রাখেন আবদুল ওয়াদুদ, আতিকুর রহমান, শাহিরুজ্জামান মিন্টু, আবদুল মতিন, ইমরান হোসেনসহ আরো অনেক শিক্ষক।
পরে তারা মাগুরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।