আজ, রবিবার | ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৩:৫৬

ব্রেকিং নিউজ :

সাকিবের জন্যে সুখবর

মাগুরা প্রতিদিন: মাগুরার নতুন এমপি সাকিব আল হাসানের জন্যে সুখবর মিলেছে। সিঙ্গাপুরের ডাক্তাররা নিশ্চিত করেছেন আপাতত তার চোখে কোনো অস্ত্রোপচার করানোর প্রয়োজন হবে না।

বুধবার বিসিবির মেডিক্যাল বিভাগ সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসন থেকে নব নির্বাচিত সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের এই মুহূর্তে চোখে কোনও অস্ত্রোপচার লাগছে না।

জানা গেছে, বুধবার রাতেই ডাক্তার দেখানো শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন সাকিব। তবে অস্ত্রোপচার না লাগলেও তার কিছু চিকিৎসা চলমান থাকবে।

গত শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে খেলে চোখে সমস্যা অনুভব করেন সাকিব। সেই ম্যাচে ৫ উইকেটে হেরে যায় রংপুর। সেদিন সংবাদ সম্মেলনে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, খেলার সময় চোখের সমস্যা ভুগিয়েছে সাকিবকে। তিনি ব্যাটিংয়ের সময় ঠিকমতো বল দেখতে পাচ্ছিলেন না।

বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ঠিকই ৪ উইকেটের জয় তুলে নেয়। বর্তমানে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দল।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology