মাগুরা প্রতিদিন ডটকম : সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবি নিয়ে মাগুরা জেলা জাসদ বুধবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেছে।
দেশ বাঁচানোর যুক্তি-সুশাসনের চুক্তি, অপরাধীদের ক্ষমা নাই-সুশাসনের চুক্তি চাই, সুশাসনের চুক্তি চাই-গণতন্ত্রের বিকাশ চাই ইত্যাদি স্লোগান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সকাল ১০ টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
জাসদের ডাকে সারাদেশে সুশাসন দিবস পালনের লক্ষ্যে আয়োজিত এ মানববন্ধনে জেলা ও উপজেলা জাসদের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের জেলা সভাপতি কামরুজ্জামান চপল, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মিঞা ওয়াহিদ কামাল বাবলু, জেলা জাসদ নেতা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলু, জাতীয় আইনজীবি পরিষদের জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আমেনা খাতুন লাবণী, অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা জাসদ ছাত্রলীগের আমিরুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন সহ আরো অনেকে।