মাগুরা প্রতিদিন : সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে একাত্তরের পরাজিত শক্তির বিষয়ে সকলকে সতর্ক থাকার পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার বিকালে শ্রীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। এই নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। আপনাদের সতর্ক থাকতে হবে। অতীতে ২০১৪ সালের নির্বাচনে বাধাপ্রাপ্ত হয়েছি। কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছি। ১৮ সালেও বাধাপ্রাপ্ত হয়েছি। বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা প্রস্তুত থাকবেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী ৫টি বছর আমাদের জীবনের জন্যে এবং সরকারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভোটের দিন প্রত্যেকে সকালে উঠে ভোটকেন্দ্রে যাবেন। আত্মীয় স্বজন সকলকে নিয়ে আমরা ভোট দেবো। স্বপ্রণোদিত হয়ে আমরা আবারও নৌকাকে জয়ী করবো।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর এ আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আফম আবদুল ফাত্তাহ, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মাগুরা পৌরমেয়র খুরশীদ হায়দার টুটুল, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুহিত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, পঙ্কজ কুমার সাহা, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, মাগুরা এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী তাসনীম আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ সহ আরো অনেকে।
জনসভা শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১২ কোটি ৪৫ লক্ষ ৯০ হাজার টাকায় ১৫টি স্থানীয় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।