নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জাসদের সভাপতি ও সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তারকে আজ জাসদ অফিসে মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে মহাজোট প্রার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২ লাখ ৮১ হাজার ৪৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থী আহসান হাবিব লিংকন পান ৩৬ হাজার ৭৭৪ ভোট।
অন্যদিকে ফেনী-১ আসনে ২ লাখ ০১ হাজার ৯২৮ ভোট পেয়ে বিজয়ী হন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী মুন্সি রফিকুল আলম পান ২৬ হাজার ৬১৬ ভোট।