মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। চলতি বছরের দ্বিতীয় রাউণ্ডের এই ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মাগুরা স্বাস্থ্য বিভাগের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে মেডিকেল অফিসার ডাক্তার অন্তরা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম শাওন।
১১-১৪ ডিসেম্বর দ্বিতীয় রাউণ্ডের এই ক্যাম্পেইন থেকে জেলার ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৮ হাজার ৯৩০ জন এবং ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৬৩ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে স্বাগত বক্তব্যে তিনি জানান।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডাক্তার নাহিদা ইসলাম, মাগুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ বক্তব্য রাখেন।
ভিটামিন এ’র অভাবজনীত কারণে সৃষ্ট রোগসমূহ থেকে শিশুদের রক্ষা করতে ক্যাম্পেইনের আওতায় সকল শিশুকে নিকটবর্তি ইপিআই কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান।