মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবসটি যথাযথভাবে পালন করেছে বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা জেলা শাখা।
কর্মসূচীর মধ্য ছিল শিশুদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
এ দিনটি পালনে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে শহরতলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষাথীর্রা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পরিবেশন, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।
এ সময় জেলা শিশু কর্মকর্তা আহাম্মদ আল হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরার সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুর হাসানসহ শিশুদের অভিভাবক, সুধীজন উপস্থিত ছিলেন।