আজ, শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | রাত ১২:০১


আ’লীগের ভোটারদেরকেও টানতে হবে-সাবেক এমপি কাজী কামাল

মাগুরা প্রতিদিন: আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীকে পরাজিত করে নিজেদের বিজয় লাভের জন্যে আওয়ামী লীগের ভোটারদেরকেও দলে ভিড়ানোর নির্দেশ দিয়েছেন জিকিউ গ্রুপের কর্ণধর বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

ওয়ান ইলেভেনের পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একই মামলায় কারবরণকারী নেতা কাজী সালিমুল হক কামাল শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাদের প্রতি এই নির্দেশ দেন।

এর আগে কারামুক্তি উপলক্ষে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি কাজী কামাল বলেন, মাগুরায় বিএনপি আমার নিজের হাতে গড়া সন্তানের মতো। এখানে কোনো গ্রুপিং চাই না। আমরা কোনো গ্রুপ করবোই না। বরং অন্যান্য দলের যে সমস্ত লোকজন আছে তাদেরকে আমাদের দলে আনতে হবে। দলের লোক বৃদ্ধি করতে হবে। অনেকে বলেন, আওয়ামী লীগের লোকজন দলে নেওয়া যাবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা তো ভোট দেবে। কিন্তু কাকে দেবে? তারা যদি আমাদের বিপক্ষে ভোট দেয় তাহলে আমাদের জয়লাভ করতে কষ্ট হবে। তাদেরকেও দলে টানতে হবে। দল বড় করতে হবে। দলের সাপোর্টার বাড়াতে হবে।

দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি’র সাবেক সভাপতি শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

তিনি দলের মধ্যে গ্রুপিং সৃষ্টির জন্যে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সমালোচনা করে বক্তব্য দেন।

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, নিতাই রায় চৌধুরী জাতীয়পার্টি থেকে বিএনপিতে এসেছেন। আমি ব্যক্তি নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে নই-সেই নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে যিনি ওয়ান ইলেভেনে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে জেলখানায় ভরতে চেয়েছিলেন। দলের কেউ আমার সাথে না থাকলেও আমি একাই আমার নেত্রীর পক্ষে তার বিরুদ্ধে থাকবো।

গণসংবর্ধনা সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ আরো অনেকে বক্তব্য দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology