মাগুরা প্রতিদিন : ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর ঘটনায় মাগুরায় শুক্রবার বিকালে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৩ টায় জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারের শিক্ষার্থীরা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।
পরে তারা শহরের ভায়নার মোড়ে সমাবেশ করে। এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক রাসেল মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম, সদস্য সচিব মোহাম্মদ হুসাইন, মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
বক্তারা অবিলম্বে হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন।