মাগুরা প্রতিদিন : মাগুরার গর্বিত সন্তান এএফ এতশামুল হক তুহিনকে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের এক সময়কার খ্যাতিমান ক্যারম তারকা এতশামুল হক তুহিন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা’র পরিচালক (যুগ্ম সচিব)।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান সাবেক ক্যারম তারকা এ এফ এতশামুল হক (তুহিন) বাংলাদেশ ক্যারম ফেডারেশনের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
তাঁর এ অর্জনে মাগুরার শ্রীপুর বাসীসহ দেশের ক্রীড়ামোদীরা ক্যারাম ফেডারেশনের নির্বাচনী বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় সর্বস্তরের ক্রীড়ানুরাগী ও প্রশাসনিক মহলের পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে ।
বাংলাদেশ প্রশাসন ক্যাডারের এই মেধাবী কর্মকর্তা ২০০২ সালে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের আয়োজনে জাতীয় ক্যারম প্রতিযোগিতায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হন। এর আগে, ২০০০ সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৩য় বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে, পুরুষ এককে রানার-আপ ট্রফি জয়ের পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ে সপ্তম স্থান অর্জন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন।
এ এফ এতশামুল হক তুহিনের এই নতুন দায়িত্ব দেশের ক্যারম খেলাকে আরো সংগঠিত ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করছেন ক্রীড়ামহল।