আজ, বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৯


মাগুরায় বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ

মাগুরা প্রতিদিন : মাগুরায় মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনের দুই প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

সকালে মাগুরা-১ আসনের প্রার্থী হিসেবে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক শতদল বিশ্বাস। এ সময় জেলা কমিটির সদস্য মো. কাজল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, গোলাম নবী, মনিরুজ্জামান মনির, মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

অন্যদিকে মাগুরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

তারা মাগুরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology