আজ, বৃহস্পতিবার | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | রাত ৪:২৪

ব্রেকিং নিউজ :
মাগুরায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ মাগুরায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহিদুর রেজা চন্দন ও নবীব আলী মহম্মদপুরে চেয়ারম্যান পদে ৯ জন শালিখায় ৫ জনের মনোনয়ন পত্র জমা স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান স্মৃতির আয়নায় প্রিয় শিক্ষক কাজী ফয়জুর রহমান মাগুরা সদরে উপজেলা চেয়ারম্যান পদে ৭ শ্রীপুরে ৪ প্রার্থীর মনোনয়ন জমা বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক কাজী ফয়জুর রহমানের ইন্তেকাল মাগুরার শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা! শায়লা রহমান সেতুর নির্মম মৃত্যুর বিচারের দাবিতে জাসদের মানববন্ধন সমাবেশে মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগে মামলা-মানববন্ধন

মাগুরায় পাচারের সময় বিপন্ন প্রজাতির গোল্ডেন ল্যাঙ্গুর উদ্ধার

মাগুরা প্রতিদিন ডটকম : পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সোমবার মাগুরায় একটি যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে বিপন্ন প্রজাতির গোল্ডেন ল্যাঙ্গুর উদ্ধার করেছে পুলিশ। প্রাচিন বিশ্বের বানর হিসেবে পরিচিত গোল্ডেন ল্যাঙ্গুর এখন বিলুপ্ত প্রায় বলে জানা গেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টার দিকে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ’র নেতৃত্বে সদর থানা পুলিশ মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইনের যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালায়। পরিবহনের বক্সে একটি নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় লাঙ্গুরটি উদ্ধার করা হয়। এ সময় পাচারে সহযোগিতার দায়ে পরিবহনের সুপার ভাইজার সুব্রত কুমার সর’কে আটক করা হয়।

ঢাকার সাভার এলাকা থেকে এক যাত্রী মুখবাধা ব্যাগে প্রাণিটি পরিবহনে তুলে দেয়। সাত¶ীরার কদমতলা এলাকায় পৌঁছনোর পর রানা নামে অপর এক ব্যক্তি এটির দায়িত্ব গ্রহণ করবেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে বিপন্ন প্রজাতির প্রাণিটি পাচারে তিনি সহযোগিতা করছিলেন বলে পুলিশের হাতে আটক পরিবহন সুপার ভাইজার স্বীকার করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, সাম্প্রতিক কালে সারা বিশ্বেই বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান চলছে। এমন অবস্থায় এইদেশে খুবই কম দেখা যায় এমন একটি কালোমুখের সোনালী পশমের ছোট আকারের প্রাণিটি পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। পাচারে সহযোগিতার জন্যে পরিবহনের সুপার ভাইজারকে আটকের পাশাপাশি প্রাণিটি স্থানীয় বনবিভাগের হাতে তুলে দেয়া হয়েছে।

মাগুরা বন কর্মকর্তা তপেন্দ্রনাথ সাহা বলেন, পুলিশের উদ্ধারকৃত প্রাণিটি সম্পর্কে বিস্তারিত বলা এখনই সম্ভব নয়। তবে এটি বিপন্ন প্রজাতির। এটি সংরক্ষণে খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগকে সংবাদ দেয়া হয়েছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক শতদল বিশ্বাস বলেন, এটি বিপন্ন প্রজাতির গোল্ডেন ল্যাঙ্গুর। পুরাতন বিশ্বের বানর হিসেবে এটি পরিচিত। বিশেষ করে উত্তর ভারতের বিভিন্ন বনাঞ্চলে, অরুণাচল প্রদেশ, নাগাল্যাণ্ড, মেঘালয় এলাকায় এদের ইতিহাস রয়েছে। ক্রমাগত বন ধ্বংসের কারণে এই প্রজাতির ল্যাঙ্গুর এখন কম দেখা যায়। দিনে দিনে এগুলো হারিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এর ইতিহাস রয়েছে। এটি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেয়া জরুরি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology