মাগুরা প্রতিদিন : মাগুরা স্টেডিয়াম সহ দেশের ছয়টি ভেন্যুতে জেএফএ অ-১৪ টুর্নামেন্টের বাছাইপর্ব শুরু হচ্ছে।
শনিবার থেকে দেশের এ ছয় ভেন্যুতে ৪২টি দল বাছাইপর্বে খেলবে।
ভেন্যুগুলো হলো-মাগুরা, মাদারীপুর, রাজশাহী, রাঙামাটি, রংপুর ও ময়মনসিংহ।
ছয় গ্রুপ চ্যাম্পিয়ন, সেরা রানার্সআপ ও চূড়ান্তপর্বের আয়োজক ভেন্যুর মূলপর্বে খেলবে। এবার বাছাইপর্বের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। জেএফএ কাপের জন্য জাপান ফুটবল অ্যাসোসিয়েশন আগে ৩০ হাজার ডলার দিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। করোনার পর ২০ হাজার ডলার করে দিচ্ছে
বৃহস্পতিবার ফুটবল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।