নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, একাধিকবার নির্বাচিত এমপি তরিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি …রাজেউন)। আজ রোববার বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শোক জানিয়েছেন।৭২ বছর বয়সী এই রাজনীতিক দীর্ঘদিন ধরেই কিডনি, ডায়াবেটিকসহ নানা জটিল রোগে ভুগছিলেন।গুরুতর অসুস্থ অবস্থায় তিনি অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন।এর আগে তিনি উন্নত চিকিৎসার জন্যে বেশ কয়েকবার সিঙ্গাপুর যান।