মাগুরা প্রতিদিন : সকল প্রতিবন্ধতা ও অভ্যন্তরীণ বিরোধ অতিক্রম করে শেষ পর্যন্ত মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র হাতে পাওয়ার মধ্য দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
এর আগে গত মাসেই মাগুরা-১ আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোয়ার হোসেন খানের নাম ঘোষণা করা হলেও এই মনোনয়নকে কেন্দ্র করে জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল।
দলের একটি অংশ তার প্রার্থিতার বিরোধিতা করে মনোনয়ন পরিবর্তনের দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানায়। প্রায় ৬শ’পাতার নথিতে বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের স্বাক্ষর সংযুক্ত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তা পাঠানো হয়।
তবে এসব অভিযোগ ও চাপ সত্ত্বেও বিএনপির কেন্দ্রীয় হাইকমাণ্ড শেষ পর্যন্ত মনোয়ার হোসেন খানের ওপরই আস্থা রেখেছেন।
সংগঠন পরিচালনায় তার অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ, দীর্ঘদিনের সাংগঠনিক ভূমিকা এবং দলীয় ও দলের বাইরের সাধারণ মানুষের সঙ্গে গড়ে ওঠা আস্থার সম্পর্ক—এই সবকিছু বিবেচনায় নিয়েই মাগুরা-১ আসনের জন্য তার নামকে যৌক্তিক ও বাস্তবসম্মত বলে মনে করা হয়েছে বলে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মনে করছেন।
এদিকে, মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর মাগুরা জেলা ও মাগুরা-১ নির্বাচনী এলাকার বিভিন্ন স্তরের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
অনেকেই কেন্দ্রীয় নেতৃত্বের এই অনড় অবস্থানকে সংকটময় সময়ে দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি প্রয়োজনীয় ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
তৃণমূল পর্যায়ের নেতাদের একটি বড় অংশ মনে করছেন, মনোয়ার হোসেন খান মনোনয়ন পাওয়ায় বিভক্ত দলকে এক ছাতার নিচে আনা সম্ভব হবে, যা আসন্ন নির্বাচনে বিএনপির জন্য বড় শক্তিতে পরিণত হতে পারে।
অন্যদিকে নির্বাচনী সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীর উপস্থিতি। স্থানীয় বিএনপি নেতাদের ধারণা, দলীয় ঐক্য বজায় রেখে মাঠে নামতে পারলে জামায়াত প্রার্থীকে পরাজিত করে মাগুরা-১ আসন পুনরুদ্ধার করা বিএনপির পক্ষে সম্ভব হবে। এ কারণে মনোনয়ন নিয়ে পূর্বের বিরোধ ভুলে এখন দলীয় স্বার্থে সবাইকে এক কাতারে আসার আহ্বান জানাচ্ছেন তারা।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আলহাজ্ব মনোয়ার হোসেন খান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের ওপর অর্পিত দায়িত্ব এবং জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।