আজ, মঙ্গলবার | ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:৩৩

ব্রেকিং নিউজ :
মাগুরা-১ আসনের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক মাগুরা জেলা পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ৬ সদস্যকে র‍্যাংক ব্যাজ প্রদান শ্রীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া জাতীয় ছাত্রশক্তি মাগুরা জেলা শাখা কমিটি গঠন ৪৫ বছরের রাজনীতিক জামায়াত নেতার নামে হয়নি কোনো মামলা খান জিয়াউল হক : মাগুরার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ মাগুরায় গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা মাগুরার ঐতিহ্যবাহী বড়ুরিয়া মেলায় লাখো মানুষের ঢল

থাইল্যান্ডে যাওয়ার অনুমতি পেলেন না সেই এপিএস মোয়াজ্জেম হোসেন

মাগুরা প্রতিদিন : থাইল্যান্ডে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়েও আদালতের অনুমোদন পাননি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আবেদনটি নামঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের সন্তান মোয়াজ্জেম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিলেও জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে দিয়েছেন।

মোয়াজ্জেম হোসেনের পক্ষে তার আইনজীবী মো. রায়হান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে দাবি করা হয়, তাকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে হয়রানির উদ্দেশ্যে একটি পিটিশন মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো আইনশৃঙ্খলা ভঙ্গকারী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আইনজীবীর পক্ষ থেকে আরও বলা হয়, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পান এবং সেখান থেকে ফ্লুইড নিঃসরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের একটি হাসপাতালে মেডিকেল ভিসার ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তার চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ও অন্যান্য টেস্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে। এসব বিবেচনায় বিদেশ যাওয়ার অনুমতি একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তবে, মঙ্গলবার শুনানি শেষে আদালত তার যুক্তি গ্রহণ না করে আবেদনটি নামঞ্জুর করেন।

গত বছরের ২৪ মে মোয়াজ্জেম হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ এবং এনআইডি ব্লক করার আদেশ দেন তৎকালীন মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব।

সেই সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্যও বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে বলে আবেদনে দাবি করা হয়।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন বন্ধ রাখা এবং এনআইডি ব্লক করা প্রয়োজন বলে মত দেন দুদক। শুনানি শেষে আদালত তখন তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ দেন।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology