আজ, মঙ্গলবার | ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৪


মাগুরা-১ আসনের প্রার্থীর বাড়িতে ককটেল বিস্ফোরণ, পরিবারে আতঙ্ক

মাগুরা প্রতিদিন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।

ডা. মিজানুর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের তার বসতবাড়ির বারান্দায় ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় এবং একই সঙ্গে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকলেও পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে হাজিপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। পরে মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী প্রার্থী ডা. মিজানুর রহমান মাগুরা সদর থানায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে একটি সাধারণ ডায়রি করেন।

ডা. মিজানুর রহমান নিয়মিত বিভিন্ন টেলিভিশন টকশোতে গণতন্ত্র, আইনের শাসন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। তিনি দাবি করেন, তাকে ভয়ভীতি প্রদর্শন, আতঙ্ক সৃষ্টি এবং নির্বাচন কার্যক্রম ব্যাহত করতেই এই নাশকতামূলক হামলা চালানো হতে পারে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology