মাগুরা প্রতিদিন : মাগুরার চিত্রা নদী খননকালে উদ্ধার হওয়া ঐতিহাসিক তরবারিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সংরক্ষণের জন্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার খুলনা থেকে আগত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ফিল্ড অফিসার মোসা. আইরীন পারভীন, সহকারী কাস্টোডিয়ান শাহিন মিয়া (রবীন্দ্র স্মৃতি জাদুঘর) এবং আলোকচিত্র মুদ্রাকর মো. রায়হানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তরবারিটি বুঝিয়ে দেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় চিত্রা নদী খননকালে রোববার মুঘল আমলের একটি ঐতিহাসিক তরবারি উদ্ধার হয়। খননকালে এক্সকেভেটারের বালতির সঙ্গে উঠে আসে এই মূল্যবান নিদর্শনটি। দীর্ঘদিন নদীর তলদেশে মাটিচাপা পড়ে থাকার কারণে তরবারিটি কাদামাটিতে ঢাকা ছিল।
নদী খননকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মনির সরদার জানান, এক্সকেভেটারের সঙ্গে উঠে আসা তরবারিটির বিষয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বনি আমিনকে অবহিত করা হয়। পরে নিজে ঘটনাস্থলে গিয়ে তরবারিটি উদ্ধার করেন।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন বলেন, চিত্রা নদী থেকে উদ্ধার হওয়া তরবারিটি প্রাচীন আমলের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঐতিহাসিক মূল্য থাকায় তরবারিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরীক্ষা নিরীক্ষার পর এটির ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।