মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ অবশেষে মাগুরার ঐতিহ্যবাহী কাত্যয়নী পুজা ও উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত গ্রহণ করায় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ নেতৃবৃন্দ মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবং মাগুরা জেলা প্রশাসনকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে।
২৫ অক্টোবর মাগুরা জেলা জাসদ কার্যালয়ে মাগুরা জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা জাসদের নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেটি প্রদ্যুত সিংহ রায়, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু এবং সাংগঠনিক সম্পাদক কনক কান্তি সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাসদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৈয়দ অহিদুল ইসলাম, সহসভাপতি বিমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজসহ অন্যান্যরা।
উল্লেখ্য, কয়েকদিন আগে আগে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদ এবার কাত্যয়নী পূজা উৎসব আয়োজন না করার সিদ্ধান্তের কথা জানালে সে সময় জাসদ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য জাহিদুল আলম এবং মাগুরা জেলা জাসদ যে কোনো মূল্যে পূজা উৎসব আয়োজনের পক্ষে বিবৃতি প্রদান করে।
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজা সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও মাগুরায় এর ব্যাতিক্রম দেখা যায়। ধর্মীয় আনুষ্ঠানিকতার মাঝে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও মাগুরায় হিন্দু সম্প্রদায়ের কাছে কাত্যায়নী পূজাই মূল উৎসব।