মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরায় রবিবার রাতে কুমার নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ স্কুল ছাত্র অঙ্কন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা তল্লাশি চালিয়ে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
মাগুরার মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অঙ্কন (১৩) সদর উপজেলার জার্কারটেক গ্রামের পরিমল বিশ্বাসের ছেলে।
এলাকাবাসি জানায়, প্রতি বছর শ্রীপুর উপজেলার দেবিনগর বৈঠাখালির তেতুলতলা ঘাটে লক্ষ্মীপূজা উপলক্ষে মেলা ও রাতে আলো জ্বালিয়ে প্রিতি ফুটবল খেলার আয়োজন করা হয়। আয়োজিত এই ফুটবল খেলা দেখার জন্যে মাগুরার সদর উপজেলার মৃগিডাঙ্গা ঘাট থেকে অনেকগুলো নৌকা ছেড়ে যায়। এর একটি নৌকা ঘাট থেকে ছাড়ার পর সন্ধ্যা ৭টার দিকে মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। এ সময় নৌকার অন্যান্য যাত্রিরা সাঁতরে কুলে উঠলেও স্কুলছাত্র অঙ্কন বিশ্বাস তলিয়ে যায়। পরে মাগুরা ফায়ার সার্ভিসে খবর দেয়া হলেও তারা শিশুটির সন্ধ্যান করতে না পেরে ফিরে যায়।
এদিকে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে যাওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে দেবিনগর গ্রামের কয়েকজন মাঝি ডুবিয়ে নদীর তলদেশ থেকে মৃত অবস্থায় অঙ্কনের লাশ উদ্ধার করে বলে নিকটাত্মীয় সুকুমার বিশ্বাস জানান।