মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার প্রবীণ শিক্ষাবিদ ভাষাসৈনিক খান জিয়াউল হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
মাগুরা জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালিন সভাপতি খান জিয়াউল হক ১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় শহরের জামে মসজিদ রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।
খান জিয়াউল হক শিক্ষাজীবন শেষে মাগুরা মডেল হাইস্কুলে যোগ দিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। পরবর্তিতে ১৯৬২ সালে মাগুরা এজি একাডেমি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন। দীর্ঘ ৪৪ বছর তিনি সেখানেই দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, খান জিয়াউল হক দীর্ঘদিন যাবত শহরের জামে মসজিদ রোডের বাড়িতে পরিবারের অন্যান্যদের সাথে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাধ্যক্যজনিত কারণে সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর মাগুরা নোমানী ময়দানে তার নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।
মাগুরার প্রাক্তণ রাজনীতিবিদ খান জিয়াউল হকের মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন তার প্রিয় সংগঠন জাতীয় পার্টি, মাগুরা জেলা শাখার আহ্বায়ক সেলিনা হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য জাহিদুল আলম, জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণি, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তি, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আমিরুল ইসলাম।
শোক প্রকাশ করেছেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহ্সান হাবিব কিশোর, হাসান ইমাম সুজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের অত্যন্ত প্রিয়মুখ খান জিয়াউল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, মাগুরা প্রতিদিন ডটকম অনলাইন পত্রিকার সম্পাদক জাহিদ রহমান, মাগুরা এজি একাডেমি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ।
খান জিয়াউল হক ১৯২৮ সালে ৮ জুন মাগুরা শহরের ভায়না গ্রামে জন্মগ্রহণ করেন। মাগুরা এসডিও কোর্টের নাজির আবুল কাশেম তার বাবা।