মাগুরা প্রতিদিন ডটকম : ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মাগুরা জেলা জাসদ নানা কর্মসূচি ইতোমধ্যে ঘোষণা করেছে। তারমধ্যে ফেসুবুক, টুইটারেও প্রচারণামূলক কিছু প্রমোশনাল তৈরি করা হয়েছে। যেখানে জাসদের নিবেদন-
“জাসদের সমাজ বদলের লড়াই-এ বীরউত্তম আবু তাহের, জাতীয় বীর কাজী আরেফ আহমেদসহ যাঁরা জীবন দিয়েছেন তাদের সবাইকে মাগুরা জেলা জাসদ শ্রদ্ধাভরে স্মরণ করছে। বাঙালির মুক্তিসংগ্রাম থেকে জাসদের দীর্ঘ পথচলায় যারা লড়াই-সংগ্রাম করেছেন, আজও যাঁরা উচ্চকিত-তাদের সবাইকে মাগুরা জেলা জাসদের পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা ও লালসালাম।”