মাগুরা প্রতিদিন ডটকম : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদ এবং ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়ে শুক্রবার দুপুরে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
দুপুর ৩ টায় তারা শহরের নোমানী ময়দানে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় হেফাজত ইসলামের জেলা আমির মাওলানা জাবের হোসেন, মাওলানা শাহ সাইফুল্লাহ, মাওলানা ইলিয়াসুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা ফ্রান্সের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক বিচ্ছেদে সরকারকে দৃষ্টি আকর্ষণের পাশাপাশি সেদেশের পণ্য বয়কটে সকলের প্রতি আহ্বান জানান।
পরে সারা শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়।