আজ, সোমবার | ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | দুপুর ২:৪৯


বোনের বাড়িতে গিয়ে মাগুরা সরকারি কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরা প্রতিদিন : রাজধানী ঢাকার খিলগাঁও বোনের বাড়ি বেড়াতে গিয়ে বনি নামে মাগুরার এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বনি ইয়াসমিন (২১) মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার (৯ মে) সকালে খবর পেয়ে পুলিশ খিলগাঁও আনসার হেডকোয়ার্টারের ২৮৩/সি নম্বর বাসা থেকে মেয়েটির লাশ উদ্ধার করে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক  মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,  বনি  ৩ সপ্তাহ আগে সে খিলগাঁও বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলামের বাসায় বেড়াতে যায়। গত রাত ১টার পর যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। তবে পরিবারের কেউ আত্মহত্যার কারণ জানাতে পারেনি।

শেয়ার করুন...




©All rights reserved Magura Protidin. 2018-2022
IT & Technical Support : BS Technology