মাগুরা প্রতিদিন : দুর্গাপূজা অন্তে সোমবার মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে অনুষ্ঠিত হলো চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
শতবর্ষী এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে মধুমতি নদীর দুইপাড়ে নামে লাখো মানুষের ঢল। দুইদিন আগে থেকেই বসেছে ঝামা বাজার এলাকায় গ্রামীণ মেলা, মানুষের দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ নানা ধরণের পণ্যের দোকান।
সোমবার সকাল থেকেই মহম্মদপুর উপজেলাসহ আশপাশের শালিখা, নড়াইল, আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সি মানুষ আসতে থাকে ঝামা এলাকায়। প্রতি বছর দূর্গাপূজার দশমির পরেরদিন এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
লাখো মানুষের পদচারণায় মুখোরিত মেলাতে আনন্দঘণ ও উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে উদ্বোধনের পরপরই শুরু হয় কাঙ্খিত সেই চোখ জোড়ানো, মন মাতানো নৌকাবাইচ প্রতিযোগিতা।