মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলায় শারদীয়া দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি আর্থিক অনুদানের ১৯ লক্ষ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দির ও মন্ডপ কর্তৃপক্ষের কাছে সরকারি অনুদানের চেক প্রদান করেন।
এ বছর মহম্মদপুর উপজেলায় ১১৪ টি মন্দির ও মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বাবুখালী ৩৪টি, বিনোদপুরে ১৩টি, দীঘা ১৬টি, রাজাপুর ১৩টি, পলাশবাড়িয়া ১৪টি, নহাটা ১৪টি, বালিদিয়া ৩টি ও মহম্মদপুর সদরে ৭টি পূজা মন্ডপে পূজার প্রস্তুতি চলছে।
চেক বিতরণকালে মণ্ডপ প্রতি ৫শ কেজি চাউলও বিতরণ করা হয়।
অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাগুরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বেবি নাজনীন, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস, আমিনুর রহমান কলেজ অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, মহম্মদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শ্রীকান্ত বিশ্বাস, সাধারণ সম্পাদক কানু তেওয়ারি প্রমূখ উপস্থিত ছিলেন।