মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামে মঙ্গলবার বিকালে পানিতে ডুবে তাসলিমা নামে দুই বছরের শিশুর করুন মৃত্যু হয়েছে।
এলাকাবাসি জানায়, ধোয়াইল গ্রামের মুদি ব্যবসায়ী জাহিদুল ইসলামের শিশু কন্যা তাসলিমা বিকালে বাড়ির পাশে পুকুরের ধারে খেলা করছিল। কোন এক সময় পা পিছলে সে পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গা খুজেও পায়নি। পরে বিকাল ৪ টার দিকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধারের পর মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক কাজী আবু আহসান তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।