মাগুরা প্রতিদিন ডটকম : মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলি গ্রামে শুক্রবার রাতে প্রজিত বিশ্বাসের বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে।
গৃহকর্তা প্রজিত বিশ্বাস জানান, প্রতিদিনের মতোই রাতের খাবার শেষে বাড়ির সকলে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘুম ভেঙ্গে বাড়ির পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে ঘরের বাইরের কাঁচা মেঝে খোড়া দেখতে পায়। এ সময় দেখতে পান ঘরে থাকা একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও নদট ৪ হাজার টাকা চুরি হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।